কক্সবাজার সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’

  বিশেষ প্রতিনিধি    15-06-2023    161
কক্সবাজার সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে সাপটি দেখতে পান স্থানীয়রা।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘এটি একটি বিষাক্ত সাপ। উভচর প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায়। তবে এ প্রজাতির সাপ বিরল। এগুলো এই অঞ্চলে তেমন দেখা যায় না। ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাপটি সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার সাগরে চলে যায়

পর্যটন-এর আরও খবর