ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

  বিশেষ প্রতিনিধি    26-02-2024    37
ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

গাজায় গণহত্যা, দখলীকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আজ সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্যয়ে। আব্বাসের সরকার দখলীকৃত পশ্চিমতীরের কিছু অংশ শাসন করে। পদত্যাগ করে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমতীরে ও জেরুজালেমে অস্বাভাবিক উত্তেজনা এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারে থাকা মানুষের জন্য আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায় এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। ফিলিস্তিনিদের মধ্যে সর্বসম্মত ঐক্য প্রয়োজন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

আন্তর্জাতিক-এর আরও খবর