আল জাজিরা বন্ধের অনুমতি দিল ইসরায়েল সরকার

  বিশেষ প্রতিনিধি    21-10-2023    119
আল জাজিরা বন্ধের অনুমতি দিল ইসরায়েল সরকার

আন্তর্জাতিক ডেস্ক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধে অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। সাময়িকভাবে বিদেশি এই সংবাদ মাধ্যমটি বন্ধের জন্য শুক্রবার (২০ অক্টোবর) সরকারের রেগুলেটরি বিভাগ অনুমতি দেয়। খবর টাইমস অব ইসরায়েল ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন খারহি। এ সময় তিনি বলেন, গত ৭ অক্টোবর আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানাল জিসিসি ও আসিয়ানের নেতারা ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ায় চাকরি পেলেন না তিন শিক্ষার্থী গাজাবাসীকে পাঁচ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে, তাতে বিলটি পাস হলে অন্তত ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আলজাজিরাকে। তবে কর্তৃপক্ষ চাইলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারবে।

আন্তর্জাতিক-এর আরও খবর