ইমরান খানের সঙ্গে বসতে রাজি ক্ষমতাসীন জোট সরকার

  বিশেষ প্রতিনিধি    08-04-2023    133
ইমরান খানের সঙ্গে বসতে রাজি ক্ষমতাসীন জোট সরকার

ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে পাকিস্তান। দেশটি বর্তমানে বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যেই রাজনৈতিক বিপর্যয় ঘটেছে দেশটিতে। এর প্রভাবে মূল্যস্ফীতিতে বিপর্যস্ত সাধারণ মানুষের জন-জীবন। তাই চলমান সংকট সমাধানে পিটিআই এর সঙ্গে বসতে রাজি পিপিপি।

পাকিস্তানে চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট চলছে। এই সংকট সমাধানে বর্তমান বিরোধী দল এবং সাবেক ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টি (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছে। আলোচনা নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে মতভেদ।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আলোচনায় বসতে ইতিবাচক। কিন্তু পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং জমিয়াত উলামা-ই ইসলাম ফজল (জেইউআই-এফ) আলোচনায় বসার মতো বিষয়ে দ্বিমত পোষণ করেছে।

শুক্রবার পিপিপির কোর কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেন, যৌথভাবে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের আগামী নির্বাচন নিয়ে কথা বলেন তারা। কোনো ধরনের নির্বাচন পেছানোর পক্ষে নেই তারা। এমনকি এই সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।

সূত্র: জিও নিউজ

আন্তর্জাতিক-এর আরও খবর