সেমিতে যেতে ইংল্যান্ডের দরকার ১৪২ রান

  বিশেষ প্রতিনিধি    05-11-2022    159
সেমিতে যেতে ইংল্যান্ডের দরকার ১৪২ রান

পাঁচ ছক্কায় ঝোড়ো ফিফটির ইনিংস খেললেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু উড়ন্ত সূচনার পরও পুঁজিটা বড় হলো না শ্রীলঙ্কার। পরের ব্যাটাররা যে তেমন কিছুই করতে পারলেন না!

সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান দলপতি দাসুন শানাকা। নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ইংল্যান্ডের, দরকার ১৪২ রান।

শুরু থেকে মারমুখী ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কার ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল লঙ্কানরা। কিন্তু বাকি ব্যাটাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি। ফলে পুঁজিটাও বড় হয়নি।

এক প্রান্ত ধরে খেলতে থাকা নিশাঙ্কা আউট হন ১৬তম ওভারে। আদিল রশিদের শিকার হওয়ার আগে ২ চার আর ৫ ছক্কায় ৬৭ রান করেন লঙ্কান ওপেনার। এরপর কিছুটা সময় ধরে খেলেন ভানুকা রাজাপাকসে (২২ বলে ২২)।

নিশাঙ্কার মত ব্যাটিং আর কেউ করতে না পারায় শেষ ৫ ওভারে মাত্র ২৫ রান তুলতে পারে লঙ্কানরা, হারায় ৫ উইকেট।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মার্ক উড। ২৬ রান দিয়ে এই পেসার নেন ৩টি উইকেট।

খেলাধুলা-এর আরও খবর