ভারতকে হারিয়ে পাকিস্তানের অঘটন

  বিশেষ প্রতিনিধি    07-10-2022    182
ভারতকে হারিয়ে পাকিস্তানের অঘটন

একদিন আগেই থাইল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। অথচ ২৪ ঘণ্টা না পেরোতেই যেন ভোজবাজির মতো উল্টে গেল সব। শক্তিশালী ভারতের বিপক্ষে যেখানে দলটির পাত্তা পাওয়ার কথা না, সেখানে উল্টো জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তান মানেই যে অঘটনের দল, সেটাই যেন প্রমাণ হল আরো একবার। আগে ব্যাট করে নিদা দারের ফিফটিতে ১৩৭ রান সংগ্রহ করেছিল বিসমাহ মারুফের দল। পরে বোলিংয়ে নেমে ভারতের বিশাল ব্যাটিং লাইন আপকে ১২৪ রানে গুঁড়িয়ে দেন নাশারা-সাদিয়ারা। সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে শুক্রবার ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে ইতিহাসে তৃতীয়বারের মতো এশিয়ার পরাশক্তি ভারতকে হারানোর গৌরব অর্জন করে পাক নারীরা। ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিদা দার। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদরা আমিনের ২৬ রানের জুটিতে শুরুটা ভালোই হয় তাদের। কিন্তু ভারতের সামনে বরাবরই নার্ভাস পাকিস্তান হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে। ১১ রান করে পূজা ভাস্ত্রকারের বলে সিদরা আমিন ফিরলে মাত্র ৭ রানের ব্যবধানে আরো ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর নিদা দারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিসহাম মারুফ। দুজনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। দ্রুত রান তুলতে থাকা নিদা ফিফটি পেলেও বিসমাহ ফেরেন ৩২ রানে। শেষ দিকে আয়শা নাসিম ও আলিয়া রাজের ছোট ছোট অবদানে ১৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৩৭ বলে ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নিদা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ গতিতে আগাচ্ছিলেন দুই ভারতীয় ওপেনার। ১৫ রানে মেঘনাকে ফিরিয়ে তাতে বাধ সাধেন নাশারা সান্ধু। দ্রুত ফেরেন জেমিনাহ রদ্রিগেজ। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি স্মৃতি মান্ধানা। ১৭ রানে ফিরেছেন নাশারার শিকার হয়ে। ৬৫ রানে ৫ উইকেট হারানো ভারতকে কিছুটা আশা দেখিয়েছেন দীপ্তি শর্মা ও অধিনায়ক হারমানপ্রীত কর। ১১ বলে ১৬ রান করে দীপ্তি ফিরলে ভাঙে সে জুটি। হারমানও ফেরেন পরের ওভারে। নিভু নিভু আশাকে কিছুটা হলেও পরে জাগিয়েছেন রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করে ব্যবধানটা নাগালে এনে ফিরেছেন সাদিয়ার বলে। ১২৪ রানে থামে ভারতের ইনিংস।

খেলাধুলা-এর আরও খবর