মীকি মারমা মহেশখালীর নতুন ইউএনও

  বিশেষ প্রতিনিধি    21-07-2023    152
মীকি মারমা মহেশখালীর নতুন ইউএনও

মহেশখালীর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে মীকি মারমা (১৭৮৮৩) কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মীকি মারমা-কে এ নিয়োগ দেওয়া হয়।

বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের কর্মকর্তা মীকি মারমা এর আগে কক্সবাজারের পেকুয়ার এসি ল্যান্ড, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। মীকি মারমা’র নিজের বাড়ি রাঙ্গামাটি এবং শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়। মীকি মারমা মহেশখালীতে যোগদান করলে তিনি হবেন মহেশখালীর প্রথম মহিলা ইউএনও।

এর মহেশখালীর ইউএনও পদে সন্দ্বীপ এর ইউএনও সম্রাট খীসাকে নিয়োগ দিলেও তিনি যোগদান করেননি।

সারাদেশ-এর আরও খবর