উখিয়ায় রুরাল হেলথ এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন করেছেন জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    139
উখিয়ায় রুরাল হেলথ এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন করেছেন জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান

দেশের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা উখিয়া উপজেলা ও তার পাশর্^বর্তী প্রান্তিক অঞ্চল সমূহের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে মানসন্মত করার উদ্দেশ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) সংশ্লিষ্ট একটি প্রান্তিক চিকিৎসাসেবা কেন্দ্র গতকাল শনিবার থেকে উখিয়ায় যাত্রা শুরু করেছে। “ রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার” নামের এই প্রান্তিক চিকিৎসা কেন্দ্রটির উদ্ভোধন করেছেন দেশের খ্যাতিমান চিকিৎসাবিদ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ এ,কে, আজাদ খান। এ উপলক্ষে আয়োজিত উদ্ভোধনী অনুষ্টানে বক্তারা বলেন- এ এলাকার সাধারণ মানুষ একটি আস্থাশীল চিকিৎসাসেবা কেন্দ্রের আশা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। এরকম একটি সেবা কেন্দ্র উদ্ভোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর সেই লালিত আশা পূরণ হবে বলে বক্তারা মনে করছেন। কক্সবাজারের উখিয়ার রাজা পালং ইউনিয়নের কাশিয়ারবিল হিন্দুপাড়া রাস্তার মাথায় হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারটি উদ্বোধন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, চিকিৎসাসেবা কেন্দ্রে সকল রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। বিশেষ কওে সাশ্রয়ী মূল্যে ডায়াবেটিস সম্পর্কিত জরুরি পরীক্ষা নিরীক্ষা (রক্ত ও মূত্র পরীক্ষা)সহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। চিকিৎসা কেন্দ্র হতে ভিডিও কলের মাধ্যমে বারডেম ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির অন্যান্য হাসপাতালের বিশেষজ।ঞ ডাক্তারদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। অনুষ্টানের সভাপতি অধ্যাপক ডাঃ এ,কে, আজাদ খান বলেন, রোগিদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই হচ্ছে কল্যাণের কাজ। কেবল টাকা রোজগার নয়, মানুষের কল্যাণ ও সেবা দেওয়ার মূখ্য উদ্দেশ্য হচ্ছে এরকম চিকিৎসা কেন্দ্র স্থাপন করা। কক্সবাজার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্টানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ন মহাসচিব বিএমএর ডাক্তার রশিদ-ই-মাহবুব, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, চিকিৎসা কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডাক্তার লিয়া খাতুন, এনজিও পালস বাংলাদেশ এর প্রধান নিবার্হী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, ইউপি মেম্বার মোঃ সালাহ উদ্দিন, ইউপি মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও মেম্বার নুরুল কবির প্রমুখ বক্তৃতা করেন। রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন উপলক্ষে বিশেষ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর