পৌরসভার ঘরে ঘরে নৌকার গণজোয়ার

  বিশেষ প্রতিনিধি    04-06-2023    112
পৌরসভার ঘরে ঘরে নৌকার গণজোয়ার

কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ঘরে ঘরে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের দাবি, কক্সবাজারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিকল্প কিছু নেই। শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে ভোট দিয়ে বিজয় করে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

রবিরার দিনব্যাপী ঘরে-ঘরে গণসংযোগ, পথসভায় গেলে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে উদ্দেশ্য করে সাধারণ ভোটারা এমন কথা বলতে শুনা গেছে।

এর উত্তরে প্রার্থী মাহাবুবও বলেছেন, ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়ে জনগনের সেবক হিসেবে উন্নয়নের যাত্রার সারথি হতে চাই। তাই শেখ হাসিনার নৌকার প্রতীকে ভোট প্রদান করে বিজয় নিশ্চিত করতে হবে।

সোমবার সকালে ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে গেলে বিপুল সংখ্যক সাধারণ ভোটার মাহাবুবকে স্বাগত জানিয়ে ঘীরে রাখে। ওই সময় প্রার্থীকে সাথে নিয়ে ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেন গণসংযোগে।

ওখানে বিকালে এক পথসভা ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে ও মোহাম্মদ মহিদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান প্রমুখ। এতে জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, নাজনীন সরওয়ার কাবেরী, তাপস রক্ষিত, প্রশান্ত ভুষন বড়ুয়া, নুরুল আজিম কনক, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, সোনা আলী, জসীম উদ্দিন চেয়ারম্যান, মোরশেদ হোসাইন তানিম সহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিকালে ৬ নম্বর ওয়ার্ডের মাটিয়াতলী এডভোকেট আবু আহমদিয়া ঘোনা সমাজ উন্নয়ন কমিটি আয়োজিত পথসভা সমাজ কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, রাশেদুল ইসলাম, কৃষকলীগ নেতা এম এ হাসেম আজাদ চৌধুরী, শাহ আলম, সাইফুল ইসলাম। এতে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা শুভদত্ত বড়ুয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর পর ৫ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল এর সামনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, রাশেদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, মাহবুবুল আলম, যুবলীগ নেতা শাহেদ মোঃ এমরান, চকরিয়া যুবলীগ সভাপতি শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর