জাতিসংঘে রাশিয়ার প্রতি নিন্দা, সৈন্য প্রত্যাহারের দাবি

  বিশেষ প্রতিনিধি    24-02-2023    190
জাতিসংঘে রাশিয়ার প্রতি নিন্দা, সৈন্য প্রত্যাহারের দাবি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিতে সর্বসম্মতিক্রমে মস্কোর প্রতি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

প্রস্তাবে ইউক্রেনের স্বাধীনতা ও অখন্ডতা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও শান্তির পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংহত করার পক্ষে অবদান রাখার কথা বলা হয়েছে।

এই প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়, রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর অনুপস্থিত থাকে ৩২টি দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই প্রস্তাব গ্রহণ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক বছর পর এই ভোটগ্রহণ করা হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করলেও এই আগ্রাসনের কারণে গভীরভাবে বিরক্ত ও ক্ষতিগ্রস্ত বিশ্বের অধিকাংশ দেশ।

সূত্র: আলজাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর