কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ কেন্দ্রে জানাবে জেলা আওয়ামীলীগ

  বিশেষ প্রতিনিধি    20-10-2022    195
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ কেন্দ্রে জানাবে জেলা আওয়ামীলীগ

জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের জানানোর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত গ্রহণ করে দলটি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে দলীয় সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে লিখিতভাবে সাংগঠনিক রিপোর্ট পেশ করার সিদ্ধান্তের পাশাপাশি অসমাপ্ত উপজেলাগুলোর সম্মেলনের তারিখ ঘোষনার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাংসদ সাইমুম সরওয়ার কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস রক্ষিত, হেলাল উদ্দিন কবির, এম এ মনজুর ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, এম এ কামাল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, ড.নুরুল আবছার, এড. সুলতানুল আলম, শফিউল আলম চৌধুরী, সোনা আলী ও মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর