কক্সবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

  বিশেষ প্রতিনিধি    16-10-2022    185
কক্সবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

দৃষ্টিজয়ে ব্যবহার করি,প্রযুক্তি নির্ভর সাদাছড়ি" এ প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী ও সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাদাছড়ি ও চেক বিতরণ অনুষ্ঠান। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যা লয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসাল্টেন্ট ডা ছাইদু জ্জামান, ইঞ্জিনিয়ার কানন পাল, কক্সবাজারের সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিন আকন্দ, সমাজসেবার সহকারী পরিচালক মো আবুল কাশেম, বোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক বক্তব্য রাখেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো সফিউদ্দীন সফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীগণের মধ্যে মোসলে মউদ্দীন,আব্দুল হালিম, নুরুল আমিন, শামছুল হক, হাফেজ জাহাঙ্গীর বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়ন, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি,পরিবহন, স্বাস্থ্য, সরকারি অফিস আদালতসহ অন্যান্য নাগরিক সেবার সুযোগ সুবিধা ভোগে সহজীকরণের উপর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আকুল আবেদনে তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জন ২৩টি স্বেচ্ছাসেবক সংস্থার মাঝে সাত লক্ষ পয়ষট্টি হাজার টাকার এককালীন অনুদানের চেক এবং ১৩ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে প্রযুক্তি নির্ভর সাদাছড়ি বিতরণ করা হয়।

সারাদেশ-এর আরও খবর