কুতুবদিয়ায় সমুদ্রে বসানো ফাঁড়ে জাল ডাকাতির অভিযোগ

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    89
কুতুবদিয়ায় সমুদ্রে বসানো ফাঁড়ে জাল ডাকাতির অভিযোগ

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কুতুবদিয়ার জাফর আলমের একটি ট্রলারের বসানো ফাঁড়ে গোছ কেটে ১০টি টং( এক লক্ষ টাকার) জাল ডাকাতি হয়েছে বলে ফিরে আসা জেলেরা অভিযোগ করেছেন। সোমবার (২৯ আগস্ট) সকালে কুতুবদিয়া ফিরে এসে জেলেরা জানান, উত্তর ধূরুং এর পশ্চিম সমুদ্রে কুতুবদিয়া থেকে ১ কিলোমিটার দূরে গত রবিবার সকালে ১০টায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ট্রলারের মালিক জাফর আলম বলেন, কয়েকবার আমার বসানো ফাঁড় বে আইনিভাবে দখল করতে চাইছিল। এ বিষয়ে কুতুবদিয়া থানায় অভিযোগও করেছিলাম। স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেছি। গত রবিবার উত্তর ধূরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়া কাটা গ্রামের মৃত আবু তাহের ছেলে বাহাদুর আলম (৩৫),মাহদু (৩০),মো তারেক (২২),ফজল করিম (২৩), রবিউল করিম (৪০) সহ অজ্ঞতানামা ৫-৬ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে বসানো ফাঁড়ে গোছ কেটে ১০টি টং( এক লক্ষ টাকার) জাল নিয়ে যায় এবং গোছের রশি কেটে ৪০ হাজার টাকার ক্ষতি করেছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত বাহাদুর জাল কেটে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, যেখান থেকে জাল কাটা হয়েছে সেগুলো তার নিজের ফাঁড়৷ ফাঁড়ের মালিকানার বিষয়ে থানায় অভিযোগ বিচারাধীন রয়েছে৷ তবে কোন আইনি প্রক্রিয়া ছাড়াই নিজের মত করেই তিনি জালগুলো কেটে নিয়ে আসছেন বলে তিনি জানান ৷ এব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য ফারুক এর সাথে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ও তাঁকে পাওয়া যায় নি৷ এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর