টসের ২৪ ঘণ্টা আগে দেখা করে কি করলেন বাবর-রোহিত?

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    169
টসের ২৪ ঘণ্টা আগে দেখা করে কি করলেন বাবর-রোহিত?

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই বলা যায় ভারত-পাকিস্তান ম্যাচকে। ক্ষেত্রবিশেষে এর আকর্ষণ বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের টস হওয়ার ২৪ ঘণ্টা আগেই দেখা করেছেন দুই দলের অধিনায়ক। বলা যায় শনিবার অনুশীলনের সময় রোহিত শর্মার সঙ্গে দেখা করেন বাবর আজম। রোববার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে বাবর ও রোহিত দেখা করেন। বিরাট কোহলির সঙ্গে আগেই দেখা হয়েছে বাবরের। লড়াই ঘিরে ভক্তদের মাঝে উত্তেজনা চরমে থাকলেও দু’পক্ষের অধিনায়কের মধ্যে অবশ্য এসবের লেশ মাত্র দেখা যায়নি। হালকা মেজাজেই কথা বলেন দু’জনে। হয়তো তার মাঝেই পরস্পরকে বুঝে নিলেন দুই অধিনায়ক। ম্যাচের আগের দিনের অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন রোহিত। ভারতের পরেই ছিল পাকিস্তানের অনুশীলন। ভারত অধিনায়ক ব্যাগ নিয়ে মাঠ ছাড়ার সময় অনুশীলন করতে নামছিলেন পাক অধিনায়ক। তখন তাদের দেখা হয়। সৌজন্য বিনিময়ের পর কিছুক্ষণ কথা বলেন দুই অধিনায়ক। তাদের কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে গত কয়েক দিন ধরেই অনুশীলন করছে ভারত এবং পাকিস্তান। রোজই দু’দলের ক্রিকেটারদের দেখা হচ্ছে। কথা হচ্ছে। ক্রিকেটাররা রসিকতা করছেন নিজেদের মধ্যে। তেমনই হালকা মেজাজে এক সঙ্গে ধরা দিলেন রোহিত-বাবর। রোববারের ম্যাচে বিনা লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না নিশ্চিতভাবে। জয়ের লক্ষ্যে রণকৌশলও তৈরি করবেন তারা। ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যতই চড়ুক ক্রিকেটাররা স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। উত্তেজনার আবহে গা ভাসিয়ে নিজেদের চাপে ফেলতে চাইছেন না দু’দলের ক্রিকেটাররাই। দু’দেশের রাজনৈতিক দূরত্বের প্রভাবে ক্রিকেটারদের সুসম্পর্ক নষ্ট হয়নি। ২২ গজের মধ্যেই তারা লড়াই সীমিত রাখতে চাইছেন।

খেলাধুলা-এর আরও খবর