আজিজুল হক চেয়ারম্যানের মৃত্যুতে সালাহউদ্দিন আহমেদ’র শোকবার্তা

  বিশেষ প্রতিনিধি    29-07-2023    157
আজিজুল হক চেয়ারম্যানের মৃত্যুতে সালাহউদ্দিন আহমেদ’র শোকবার্তা

কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে ই-মেইলে এই শোক বার্তা পাঠিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আজিজুল হক চেয়ারম্যান ছিলেন জাতীয়তাবাদী পরিবারের একজন একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ। তিনি আজীবন বিএনপির রাজনীতির জন্য সংগ্রাম করে গেছেন।

প্রসঙ্গত, আজিজুল হক চেয়ারম্যান (৬৫) আজ ২৯ জুন ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান।

তিনি কক্সবাজার জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য এবং চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন।

মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান জানান, তার পিতা আজিজুল হক চেয়ারম্যান পরিবারের সদস্যদের নিয়ে একদিন আগে সিলেটে বেড়াতে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায় আজ ২৯ জুন রাত সাড়ে ৮টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

সারাদেশ-এর আরও খবর