মিয়ানমারকে গুলি বন্ধ করতে হুইপ স্বপনের হুঁশিয়ারি

  বিশেষ প্রতিনিধি    11-09-2022    137
মিয়ানমারকে গুলি বন্ধ করতে হুইপ স্বপনের হুঁশিয়ারি

মিয়ানমারের গোলা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে এসে পড়ছে উল্লেখ করে মিয়ানমারকে গোলাগুলি বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রোববার বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা) এমপি স্বপন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সরকার সেটি বজায় রাখতে চায়। ফলে আপনাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। আপনাদের সমস্যায় বাঙালি জাতিকে কেন মুখোমুখি হতে হবে। আপনাদের গুলি কেন বাংলাদেশের ভূমিতে এসে পড়বে। মিয়ানমারকে হুশিয়ার করে বলতে চাই আপনারা গুলি বন্ধ করুন। বাঙালি জানে কিভাবে বিজয় ছিনিয়ে আনতেন হয়। তিনি আরও বলেন, দেশে বিএনপি-জামায়াত একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। কারণ তারা দেশপ্রেমহীন। আর আওয়ামী লীগ হচ্ছে মানবিক-দেশপ্রেমিক একটি দল। এ সময় তিনি আগামী নির্বাচনকে ঘিরে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়ায় একযোগে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের। পরে বিকেলে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন। সাধারণ সম্পাদক নুরুল বশিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল হক, কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান, শাহ আলম চৌধুরী এবং সাবেক এমপি আবদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অবশেষে ৯ বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

সারাদেশ-এর আরও খবর