৬ নম্বর ওয়ার্ডে রিয়াজ মোর্শেদের মনোনয়ন বাতিল

  বিশেষ প্রতিনিধি    23-05-2023    99
৬ নম্বর ওয়ার্ডে রিয়াজ মোর্শেদের মনোনয়ন বাতিল

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার ২২ মে কক্সবাজার পৌরসভা নির্বাচনের আপীল কর্তৃপক্ষ ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান তাঁর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করেন।

মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্রের সাথে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করা হয়। গত ১৮ মে মনোনয়নপত্র বাছাই এর দিন মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছিল।

মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করলে আপীল কর্তৃপক্ষ আবেদনটি মঞ্জুর করে তাঁর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করেন। আপীল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মোঃ রিয়াজ মোর্শেদ উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

এছাড়া, ঋন খেলাপীর অভিযোগে রিটার্নিং অফিসার কর্তৃক গত ১৮ মে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মোস্তাক আহমদ তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করার বিরুদ্ধে আপীল করেছিলেন। কিন্তু আপীল কর্তৃপক্ষ তাঁর মনোনয়নপত্রটি অবৈধ রেখে তাঁর আবেদন নামঞ্জুর করেছেন।

এদিকে, কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্র আপীল আদালতেও বৈধ হয়নি। তাঁর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলের সিদ্ধান্ত আপীল কর্তৃপক্ষও বহাল রেখেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষ মোহম্মদ শাহীন ইমরান সোমবার ২২ মে শুনানি শেষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর দায়ের করা আপীল আবেদনটি নামঞ্জুর করেন।

গত ১৮ মে রিটার্নিং অফিসার এস. এম শাহাদাত হোসেন বাছাইয়ের সময় ব্যাংক ঋনের জামিনদার হিসাবে ঋন খেলাপী হওয়ায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করেন।

রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) আপীল করেছিলেন।

মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) আপীল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্র আপীল কর্তৃপক্ষের কাছেও বৈধ না হওয়ায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপাতত মোট ৬ জন প্রার্থী থাকলো। তাঁরা হলেন-মাসেদুল হক রাশেদ (স্বতন্ত্র), জোসনা হক (স্বতন্ত্র), মো: মাহবুবুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ) জগদীশ বড়ুয়া (স্বতন্ত্র), সরওয়ার কামাল (স্বতন্ত্র) এবং মোঃ জাহেদুর রহমান (ইসলামী আন্দোলন)।

সারাদেশ-এর আরও খবর