ঈদগাঁওতে পুকুর পাড়ে প্রবাসীর স্ত্রীর লাশ

  বিশেষ প্রতিনিধি    10-05-2023    59
ঈদগাঁওতে পুকুর পাড়ে প্রবাসীর স্ত্রীর লাশ

ঈদগাঁওতে এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১০ (মে ) ঈদগাঁও সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল মাছুয়াখালী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ধলু বিবি (৪০) মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমানের স্ত্রী।

স্হানীয় ইউপি মেম্বার কামাল উদ্দীন বলেন, ভোরে একই এলাকার জনৈক বেলালের পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান ইউপি মেম্বার।

স্হানীয় সংবাদকর্মী বজলুর রহমান বলেন, পরে ঈদগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঈদগাঁও থানার ওসি মোঃ গোলাম কবির ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সারাদেশ-এর আরও খবর