ধেয়ে আসছে ‘মোখা’: কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    10-05-2023    88
ধেয়ে আসছে ‘মোখা’: কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত

পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যােগে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিগণ।

এ সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে সাব কন্ট্রোল রুম খোলা, সাইক্লোন সেন্টারের পাশাপাশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি এসব কেন্দ্রে শুকনা খাবার এবং শিশু খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা ও জনগণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কর্মী সর্বদা প্রস্তুত থাকবে।

সারাদেশ-এর আরও খবর