ডাবের উচ্চ মূল্যে ভোগান্তিতে রোগী

  বিশেষ প্রতিনিধি    08-05-2023    115
ডাবের উচ্চ মূল্যে ভোগান্তিতে রোগী

সারাদেশের মত প্রচণ্ড দাবদাহে পুড়ছে চকরিয়া উপজেলার জনগণ। এই অবস্থায় তৃষ্ণা মেটাতে প্রয়োজন তরল খাবার। ফলে পানি, ফলের জুস ও ঠান্ডা কোমল পানীয়ের পাশাপাশি ডাবের চাহিদা এখন তুঙ্গে। প্রাকৃতিক পানীয় হিসেবে তো বটেই, রোগীর পথ্য হিসেবেও ডাবের বেশ কদর রয়েছে। সে জন্য চকরিয়াতে ডাবের দাম হু হু করে বেড়ে গেছে। বড় আকারের একটি ডাব কিনতে এখন আপনাকে গুনতে হব ১৫০ টাকা পর্যন্ত। এতে পানি মিলবে দেড় থেকে দুই গ্লাস।

মূলত তীব্র গরমে ডাবের চাহিদা বেশি থাকে। সেটিই ৭মে (রবিবার) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল। প্রচণ্ড গরমের কারণে অনেকেই ডাব খেতে চাইছেন।

বিক্রেতারা বলছেন, বর্তমানে ডাবের চাহিদার তুলনায় সরবরাহ তুলনামূলক কম। একদিকে ব্যাপক চাহিদা অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ডাবের দাম এক লাফে ৩০ টাকা বেড়ে দেড়শ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

আমরা নিজেও কখনো এত দামে ডাব বিক্রি করিনি। কিন্তু পাইকারিতে দাম বেশি, অগ্রিম টাকা দিয়েও ডাব মিলছে না। ভরদুপুরে একটি ডাব ১৭০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। একটি বড় আকারের ডাবের দাম ১৫০ টাকার নিচে বিক্রি করলে লাভ থাকে না।

সারাদেশ-এর আরও খবর