নিকুঞ্জের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  বিশেষ প্রতিনিধি    24-04-2023    108
নিকুঞ্জের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতির আসনে থাকা মো. আবদুল হামিদ বঙ্গভবন ছেড়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে বঙ্গভবনে রাজসিক সংবর্ধনার পর তিনি রাজধানীর নিকুঞ্জের বাসায় পৌঁছেছেন।

এর আগে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এরপর বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এটিই দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপতিকে সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলো। নানা অনুষ্ঠানিকতা শেষে আবদুল হামিদকে নিকুঞ্জের বাসায় নেওয়া হয়।

আবদুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, নিকুঞ্জ-১ এর ক-ব্লকের ৩ নম্বর রোডের এই বাসায় থাকবেন বিদায়ী রাষ্ট্রপতি। ডুপলেক্স এই বাড়িটিতে অবসর সময় কাটাবেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।

সেখানে ইতোমধ্যে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

রাজধানীতে তার আরও দুটি বাড়ি রয়েছে। তার একটি লালমাটিয়া, অন্যটি ক্যান্টনমেন্ট এলাকায়। তবে রাষ্ট্রপতি থাকার জন্য বেছে নিয়েছেন নিকুঞ্জের বাসাটি।

জাতীয়-এর আরও খবর