তানযীমুল উম্মাহর বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  বিশেষ প্রতিনিধি    14-03-2023    220
তানযীমুল উম্মাহর বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ মার্চ) খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন।

তিনি বলেন, দেশে শিক্ষিতের হার বাড়ছে। সে অনুপাতে নৈতিক মানুষ তৈরি হচ্ছে না। সমাজে মানবিক মানুষের শূন্যতা পূরণে করতে পারবে তানযীমুল উম্মাহ ইনশাআল্লাহ।

অভিভাবকদের শিক্ষিত হতে হবে তা নয়। সন্তানের সফলতার জন্য সচেতন অভিভাবক খুব দরকার।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা ও সীতাকুণ্ড আলিয়ার সাবেক অধ্যক্ষ এবং কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক।

তিনি বলেন, শুধু কুরআন হিফয করলে হবে না। হিফয ধরে রাখতে হবে এবং কুরআনের অর্থ বুঝে সে অনুযায়ী জীবন গড়তে হবে।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ডঃ মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ মোহাম্মদ নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডঃ আতাউল্লাহ খালেদ, রামু ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুবুল আলম, বিশিষ্ট সমাজ সেবক জাহেদুল ইসলাম, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার।

কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শাখাপ্রধান ক্বারি ইয়াহিয়া মানিক, প্রি-হিফয শাখার সেকশন কো-অর্ডিনেটর মিজানুর রহমান, নাজেমে তালিমাত শামসুদ্দিন, হোস্টেল সুপার হামিদুর রহমান, শিক্ষক বেলাল উদ্দিন, মঈন উদ্দিন, মাহমুদ উল্লাহ, বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরবিতে বক্তব্য প্রদান করে সাঈদ বিন জাফর ও আইমান আতীক এবং ইংরেজিতে আবদুর রহমান ফরহান ও ইফতেখার উদ্দিন আলিফ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ফরিদুল আলম।

সভাপতির সমাপনী বক্তব্যে ডঃ মীম আতিকুল্লাহ বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন একটি শিক্ষা মিশনের নাম। শিক্ষার্থীদের ঈমান আখলাক সমৃদ্ধ উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

সারাদেশ-এর আরও খবর