নতুন কৌশলে এগুচ্ছে জামায়াত

  বিশেষ প্রতিনিধি    07-09-2022    157
নতুন কৌশলে এগুচ্ছে জামায়াত

নেতিবাচক ভাবমূর্তি আড়াল করতে নতুন কৌশলে এগুচ্ছে যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী। এরই মধ্যে নতুন নামে আত্মপ্রকাশের সিদ্ধান্তসহ নানা আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রস্তাব গ্রহণ করেছেন দলটির নেতারা। দলটির সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে কয়েক দফা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম সংস্কারের আলোচনা হয়েছে। সম্প্রতি জামায়াতে ইসলামীকে নতুন ধাঁচে আনার প্রস্তাব করে তা গ্রহণ করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা। তবে কর্মকৌশল প্রকাশ করা হচ্ছে না। সূত্রটি আরো জানায়, বর্তমান অবস্থা ও কাঠামো ঠিক রেখে নতুন নামে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পুরো দায়িত্ব জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে দেওয়া হয়েছে। এ নিয়ে কাজও শুরু করেছে কমিটি। দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প হিসেবে নতুন প্রতীক হতে পারে আম, আপেল, জামরুল। আগামী দ্বাদশ নির্বাচনের ভোটের নানা হিসেব করেই এ তৎপরতা শুরু করেছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামী নতুন নামে মাঠে এলেও তাদের বোতলে পুরনো বিষই থাকবে। ফলে দেশে আবার সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে পারে। তাই নতুন মোড়কে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

জাতীয়-এর আরও খবর