বর্তমান সরকারের আমলে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে

জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনকালে এডিসি জাহিদ ইকবাল

  বিশেষ প্রতিনিধি    02-03-2023    242
বর্তমান সরকারের আমলে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে

কক্সবাজার জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল। উদ্বোধনকালে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীরকে সুস্থ ও অপরাধ থেকে দূরে রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র—১ মাহবুবুর রহমান চৌধুরী, ইউনিয়ন ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার এরফানুল হক চৌধুরী, প্যানেল মেয়র—২ হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, টুর্নামেন্টের স্পন্সর সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ব্যাংকার জাহেদ উল্লাহ জাহেদ, অধ্যাপক জসিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী।

এবার টুর্নামেন্টে ২২টি টিম অংশ নেয়। উদ্বোধনী খেলায় জয় ছিনিয়ে নেয় এফ.এ ব্রিকস খোকন—সোহেল, ফয়সাল—আমির হোসন, উখিয়া থাইনখালীর মুবিন—নয়ন নন্দি, মনির—ইউনুছ ও মহিন—ফরিদ জুটি। টুর্নামেন্টের গর্বিত স্পন্সর ইউনিয়ন ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা।

খেলাধুলা-এর আরও খবর