এবার দুই জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  বিশেষ প্রতিনিধি    24-02-2023    226
এবার দুই জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে দুই জোড়া ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএন) তাদের ইংরেজি ভার্সনে বলেছেন, উত্তর হামগিয়ং প্রদেশের কিম চেক শহর থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে চারটি হাওয়াসাল-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করেছে।

কেসিএন-এর পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ এই উৎক্ষেপণ সফলভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ বাহিনীর যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে। এদিকে দক্ষিণ কোরিয়া বলছে, তারা উত্তর কোরিয়ার দাবি বিশ্লেষণ করছে।

আন্তর্জাতিক-এর আরও খবর