নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  বিশেষ প্রতিনিধি    21-02-2023    198
নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী’র প্রতিনিধি,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন , নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,জেলা পরিষদ সদস্য ক্যান ওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়ে মার্মা, ভাইস চেয়ারম্যান ( মহিলা) শামীমা আক্তার, থানা’র অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আবু তাহের বাহাদুর, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাহয় এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক ও উচ্চ মাধ্যেমিক সরকারি বেসরকারি ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫ জন প্রতিযোগী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আলোচনা সভাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর