বশেমুরবিপ্রবি’র চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে রিফাত-মোর্শেদ

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    238
বশেমুরবিপ্রবি’র চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে রিফাত-মোর্শেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চট্টগ্রাম-কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র সংগঠন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম রিফাতকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোর্শেদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি – তুষার মহাজন; সহ-সভাপতি – মিনহাজুল ইসলাম, রাকিবুল ইসলাম জিহান, হাসনাত আরমান, আবু তাহের বাবুল, সুমন সালাউদ্দিন, তারেকুল ইসলাম, তাহুর, টিপু দে, রফিকুল ইসলাম রাব্বি, অলি শাহ, ফাহিম, আফফান দাউদ, ইবতেসাম, সৈকত, সাদেক, জামি, মুজাহিদ, মুন্না দে; যুগ্ম-সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল ফারুক, বোরহান, মারুফ, সাইফুল ইসলাম, আবু বক্কর, খোরশেদ, আহসান, বান্টি, আনিস; সাংগঠনিক সম্পাদক- মিনার হোসাইন; সহ-সাংগঠনিক সম্পাদক – হিজবুল্লাহ, ফরহাদ, উৎসব বড়ুয়া, আসিফ, হারুন; অর্থ সম্পাদক – আব্বাস উদ্দিন; সহ-অর্থ সম্পাদক- আরমান মাসুদ, নীহা, আবু সালেহ; প্রচার সম্পাদক – নয়ন দাশ; উপ-প্রচার সম্পাদক – ইকরাম, আলিফ, লোকমান, আব্দু সবুর; দপ্তর সম্পাদক – আহসান উল্লাহ; উপ-দপ্তর সম্পাদক – সোহান, মিশু, রাফি; সাংস্কৃতিক সম্পাদক – মুবিন; সহ-সাংস্কৃতিক সম্পাদক – সম্রাট, সিমিন; ক্রীড়া সম্পাদক – এহসান করিম; সহ-ক্রীড়া সম্পাদক – আমজাদ, সিফাত; ছাত্রী বিষয়ক সম্পাদক- তাইমুন তারিন, ইতু সরকার, আইরিন, শারমিন; আপ্যায়ন বিষয়ক সম্পাদক- জায়েদ শাওন, সাজ্জাদ, সোহেল, সানবি; আইটি সম্পাদক- ইকন; সহ-আইটি সম্পাদক- ফয়েজ; আলোকচিত্র বিষয়ক সম্পাদক- রাহুল দেব, নাঈম।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রুদ্র, জোহান, শাহরিয়ার, আতেফা সিদ্দিকা, দুর্জয়, মুহিত, জাহেদ।

নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল আলম রিফাত বলেন, “আমরা পূর্বের ন্যায় নিজ এলাকা থেকে আগত শিক্ষার্থীদের পাশে থাকবো। তাদের যে কোনো সমস্যাই আমরা এক হয়ে কাজ করবো। সেই সাথে সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শে আমাদের জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। সর্বোপরি সকলের সহযোগিতায় ‘চট্টগ্রাম-কক্সবাজার’ জেলা ছাত্র সংগঠনের সফলতা কামনা করছি।”

সারাদেশ-এর আরও খবর