সোনাদিয়া দ্বীপে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই ইকো ট্যুরিজম : উবায়দুল মোকতাদির চৌ:

  বিশেষ প্রতিনিধি    04-02-2023    222
সোনাদিয়া দ্বীপে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই ইকো ট্যুরিজম : উবায়দুল মোকতাদির চৌ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই কমিউনিটি বেইজড ইকো ট্যুরিজম বাস্তবায়নে কাজ করছে সরকার।

তিনি শুক্রবার কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপে স্থানীয়দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, আশেকউল্লাহ রফিক এমপি,কানিজ ফাতেমা আহমেদ এমপি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো আমিনুর রহমান,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত উপস্থিত ছিলেন।

পরে সোনাদিয়া দ্বীপের ইকো ট্যুরিজম এরিয়া এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।

সারাদেশ-এর আরও খবর