শীতের তীব্রতা

  বিশেষ প্রতিনিধি    08-01-2023    161
শীতের তীব্রতা

বড় শৈত্যপ্রবাহের সময় জানালো আবহাওয়া অধিদপ্তর

কুয়াশা কিছুটা কাটলেও আগামী দু-তিন দিন থাকবে ঠান্ডা বাতাস। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শুরুতে আসতে পারে একটি বড় শৈত্যপ্রবাহ।

এদিকে, ঢাকায় শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

শনিবার সূর্য দেখা যায়নি। কুয়াশা আর মৃদু বাতাসে জেকে বসেছে তীব্র শীত। ১৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে ফেরি, লঞ্চ, বাস ও বিমান চলাচল।

তীব্র শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গার বেশ কয়েকজন শ্রমজীবী জানান, শীতে তাদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শীতে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে।

একই অবস্থা রাজধানীর ঢাকারও। শনিবার সকাল থেকেও মেলেনি সূর্যের দেখা। রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শিগগিরই উন্নতি হচ্ছে না পরিস্থিতির। চলতি মাস জুড়ে মৃদু-মন্দ বাতাসে থাকতে পারে শীতের দাপট। ফেব্রুয়ারির শুরুতে একটি বড় শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

সারাদেশ-এর আরও খবর