টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    27-08-2022    99
টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে টেকনাফের হ্নীলা মোচনী বাজারের পেছনে লবণের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শনিবার ভোররাতে মোচনী বাজারের পেছনে লবণের মাঠ দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে লবণ মাঠের দিকে আসতে দেখে। বিজিবির টহলদল তাদের আটক করতে গেলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকৃত একটি ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ ও ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

সারাদেশ-এর আরও খবর