কিয়েভে ‘কামিকাজে ড্রোন’ হামলায় নিহত ৩

  বিশেষ প্রতিনিধি    18-10-2022    177
কিয়েভে ‘কামিকাজে ড্রোন’ হামলায় নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে চালানো ‘কামিকাজে ড্রোন’ হামলায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন অন্তসত্ত্বা রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আবাসিক ভবন ও বিদ্যুৎ লাইনে আঘাত হেনেছে। এছাড়া অন্যান্য শহরগুলোতে হামলায় ক্ষতির শিকার হয়েছেন অনেকে। কিয়েভ সিটির মেয়র বলেন, কিয়েভের মধ্য শেভচেনকিভস্কি জেলার পাশের একটি আবাসিক ভবনে সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা করা হয়েছে। এতে একজন অন্তসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। ঐ হামলা কামিকাজে ড্রোন দিয়ে করা হয়েছে। ড্রোন হামলার সময় নিরাপত্তা বাহিনী সেটিকে বিধ্বস্ত করতে গুলি করেন। ঐ সময় কঠিন অবস্থায় একন বৃদ্ধ নারীকে নিরাপদে নিয়ে যান এক পুলিশ কর্মকর্তা। একটি আবাসিক ভবনের বেইসমেন্টে আশ্রয় নেয়া ৪৭ বছরের আল্লা ভলস্কো বলেন, সোমবার ক্ষেপণান্ত্র হামলায় কিয়েভবাসী ঘুম থেকে জেগেছে। এটি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ৭০ বছরের ওলেস্কো বলেন, যখন আমার স্ত্রী কিয়েভে কাজ যাচ্ছিলেন তখন আমি বিস্ফোরণের খবর মোবাইলে পাই। তিনি বলেন, প্রত্যেকবার আমার রাগ বেড়েই চলেছে। আমি আমার জন্য ভীত নই। আমার কুকুরের জন্য আতঙ্কিত।

আন্তর্জাতিক-এর আরও খবর