চট্টগ্রামে বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
গুলিবিদ্ধরা হলেন— মো. সাইফুল ইসলাম, মো. নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, মো. জবেদ ও মো. ইসমাঈল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লবণ ব্যবসায়ী মৌলভী আবুল হাসান ও ইউপি সদস্য মনছুর আলমের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর ১ জনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এলাকায় লবণের মাঠ দখল নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চট্টগ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
চট্টগ্রামে বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
গুলিবিদ্ধরা হলেন— মো. সাইফুল ইসলাম, মো. নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, মো. জবেদ ও মো. ইসমাঈল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লবণ ব্যবসায়ী মৌলভী আবুল হাসান ও ইউপি সদস্য মনছুর আলমের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর ১ জনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এলাকায় লবণের মাঠ দখল নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: January 18, 2025, 4:45 am