মসজিদে যে তিন কাজে সময় কাটানো উচিত

  বিশেষ প্রতিনিধি    26-09-2022    180
মসজিদে যে তিন কাজে সময় কাটানো উচিত

হযরত আনাস রা. থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ অর্থাৎ মসজিদ প্রসাব, নাপাকী ও আবর্জনার উপযুক্ত নয়। বরং মসজিদ হল ১. আল্লাহ তাআলার যিকিরের জন্য ২. সালাতের জন্য ৩ কোরআন তেলাওয়াতের জন্য। মুসলিম শরীফ হাদীস নং-২৮৫ মসজিদে উপরে তিনটি আমলকেই গুরুত্ব দেওয়া দরকার। দুনিয়াবি কথা থেকে বেচেঁ থাকাই নিরাপদ। মসজিদে দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকা। ‘মানুষের মাঝে এমন একটা সময় আসবে যখন তারা মসজিদে একমাত্র দুনিয়াবী স্বার্থে গোল মিটিং করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো আগ্রহ নেই, অতএব তোমরা তাদের সঙ্গে উঠাবসা করো না।’ আল মুসতাদরাক-৮১২৯, সনদ সহীহ।

ধর্ম ও জীবন-এর আরও খবর