নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে উপজেলার ইসলামপুরে নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
সুফিয়ার স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাঞ্চনপুর গ্রামের সুপার ব্রিকস নামে একটি ইট ভাটায় বাবা আক্তার শেখকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল এসে নিহতের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
নিহত সুফিয়ার মা কান্নারত অবস্থায় বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। সন্তান হত্যার বিচার চাই।
এ ব্যাপারে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, নবগঙ্গা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাবাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ, লাশ মিলল নবগঙ্গায়
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে উপজেলার ইসলামপুরে নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
সুফিয়ার স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাঞ্চনপুর গ্রামের সুপার ব্রিকস নামে একটি ইট ভাটায় বাবা আক্তার শেখকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল এসে নিহতের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
নিহত সুফিয়ার মা কান্নারত অবস্থায় বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। সন্তান হত্যার বিচার চাই।
এ ব্যাপারে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, নবগঙ্গা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: January 18, 2025, 2:51 am