ডেস্ক নিউজঃ
১২৫ টাকাতেই যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার, সর্বোচ্চ ভাড়া ১৭২৫ ফাইল ছবি
সদ্য উদ্বোধন হওয়া ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। চূড়ান্ত হওয়া তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ১২৫ টাকা ভাড়ায় ২য় (সাধারণ) শ্রেনিতে যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার। অন্যদিকে এসি বার্থ (শুয়ে ভ্রমণ) শ্রেণির ভাড়া ধরা হয়েছে সর্বোচ্চ ১৭২৫ টাকা।
এ রুটে ট্রেন চলাচল শুরু হবে ১ ডিসেম্বর।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সরদার শাহদাত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে কোন কোন ট্রেন এ রুটে চলবে তা ঠিক হয়নি বলেও জানান তিনি।
গত শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নান্দনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন।
সেদিনই জানানো হয়, ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন। আজ ট্রেনের ভাড়া এবং চলাচল শুরুর নির্দিষ্ট দিন জানা গেলো।
ট্রেনের ভাড়া প্রকাশঃ ১২৫ টাকাতেই যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার, সর্বোচ্চ ভাড়া ১৭২৫
ডেস্ক নিউজঃ
১২৫ টাকাতেই যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার, সর্বোচ্চ ভাড়া ১৭২৫ ফাইল ছবি
সদ্য উদ্বোধন হওয়া ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। চূড়ান্ত হওয়া তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ১২৫ টাকা ভাড়ায় ২য় (সাধারণ) শ্রেনিতে যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার। অন্যদিকে এসি বার্থ (শুয়ে ভ্রমণ) শ্রেণির ভাড়া ধরা হয়েছে সর্বোচ্চ ১৭২৫ টাকা।
এ রুটে ট্রেন চলাচল শুরু হবে ১ ডিসেম্বর।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সরদার শাহদাত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে কোন কোন ট্রেন এ রুটে চলবে তা ঠিক হয়নি বলেও জানান তিনি।
গত শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নান্দনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন।
সেদিনই জানানো হয়, ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন। আজ ট্রেনের ভাড়া এবং চলাচল শুরুর নির্দিষ্ট দিন জানা গেলো।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 9, 2024, 1:37 am