বিগ বসের ঘরেই দিশাকে প্রেম নিবেদন করেছিলেন রাহুল। ‘পারিবারিক সপ্তাহ’ বসের ঘরে উপস্থিত হয়ে জানিয়েছিলেন দিশা-রাহুলের বিয়ের কথা। এবার বর ও বধূ বেশে লেন্সবন্দি হলেন এই প্রেমিক যুগল।
রাহুলের পরনে রাজকীয় সাদা শেরওয়ানি। মাথায় গোলাপী রঙের পাগড়ি। আর দিশার পরনে গোলাপী লেহেঙ্গা। হাতে চূড়ার সঙ্গে বাঁধা কলিরে। গা ভর্তি গয়না। এভাবেই বর ও বধূ ধরা দিলেন এই জুটি। নেটদুনিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই হৈ চৈ পরে গেছে নেটাগরিকদের মাঝে।
তবে কি রাহুল গোপনে দিশার সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন?
নাহ। আসলে ঘটনা হলো সম্প্রতি একটি মিউজিক ভিডিওয়ের শুটিংয়ের জন্যেই বর ও বধূ বেশে সেজেছিলেন রাহুল ও দিশা।
তবে এটাই প্রথমবার নয়, এর আগে ২০১৯ সারে ‘ইয়াদ তেরি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার একসঙ্গে দেখা যায় রাহুল বৈদ্য ও দিশা পারমারকে। নতুন এই মিউজিক ভিডিওর জন্য দ্বিতীয়বার জুটি বাঁধছেন রাহুল ও দিশা।