নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া তরুণদের মাঝে হাসান মাহমুদ ও মাহেদী হাসান স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মাহেদী হাসান।