আই লিগ সামনে রেখে কলকাতা মোহামেডানের জার্সিতে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব থেকে ধারে নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের জায়ান্ট ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
আগামী ৯ জানুয়ারি আই লিগ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মোহামেডান আইএফএ শিল্ডে অংশ নিলেও জামাল ভূঁইয়া অংশ নিতে পারেননি করোনায় আক্রান্ত হওয়ায়। ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর জামাল দলের সঙ্গে না ফিরে থেকে গিয়েছিলেন। তারপর করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন সেখানে আইসোলেশনে ছিলেন।
এরপর দেশে ফিরে পুনরায় কোভিড-১৯ টেস্ট করে কলকাতা যান বাংলাদেশ অধিনায়ক। সেখানে কয়েকদিন আইসোলেশনে থাকার পর দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।
২০১৪ সালে মামুনুল ইসলাম নাম লিখিয়েছিলেন আইএসএলের দল অ্যাথলেটিকো ডি কলকাতায়। তারপর দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে জামাল ভূঁইয়া চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় কোনো ক্লাবের সাথে।
৯ জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামে দিল্লিার দল সুদেভা মুনলাইটের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের আই লিগ মিশন